ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাকচাপায় মারা গেলেন সেই ক্লিনিক মালিক

পাবনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাকচাপায় মারা গেলেন সেই ক্লিনিক মালিক

পালিয়ে থাকা অবস্থায় ট্রাকচাপায় মারা গেলেন পাবনার চাটমোহর ‘ইসলামিক হাসপাতাল’ নামের সেই ক্লিনিকের মালিক আমির হোসেন বাবলু (৫৫)।

রোববার দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী পৌর সদরের বাবুপাড়া এলাকায় রিকশাযোগে শ্বশুর বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাবলু চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার তোফাজ্জল সরদারের ছেলে।

তার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় চাটমোহর থানায় দায়েরকৃত এক মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন তিনি।

এর আগে গত ১১ নভেম্বর সোমবার রাতে আমির হোসেন বাবলুর মালিকানাধীন ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ ক্লিনিকে এক প্রসূতির অপারেশন চলাকালে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় চিকিৎসক সাদ্দাম হোসেন নিবির ও আসাদুজ্জামানকে পুলিশে দেয় এলাকাবাসী। তবে ওই সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন আমির হোসেন বাবলু।

এরপর ১২ নভেম্বর মঙ্গলবার রাতে ওই ঘটনায় মৃত প্রসূতি তাছলিমা খাতুনের বাবা মজনুর রহমান মজনু বাদী হয়ে চাটমোহর থানায় ওই তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আমির হোসেন বাবলু।


পাবনা/শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ