ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাকের ধাক্কায় বাস খালে

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাকের ধাক্কায় বাস খালে

পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে পরে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে কলারণ খেয়াঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মির্জাগঞ্জ ট্রাভেলস (যশোর- ব ১০৬৫) নামের গাড়ি চরবলেশ্বর এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পিরোজপুর থেকে আসা (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) এক ট্রাক যাত্রীবাহী বাসটিকে ক্রসিং করার সময় পাশে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খালে পড়ে যায়।

বাসটিতে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশুসহ প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান রাইজিংবিডিকে জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে আহতদের মধ‌্যে গুরুতর ৫-৬ জনকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারে কাজ চলছে। 


পিরোজপুর/শুভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়