ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাথরঘাটায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাথরঘাটায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের পাথরঘাটার বড়ুয়া ভবনে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজনের মৃত্যুর ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার নিহত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহিনা আকতার বাদী হয়ে এ মামলা করেন। দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে এ মামলা করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পুলিশ জানায়, পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে নগরীর পাথরঘাটা বড়ুয়া ভবনে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত এবং নয়জন আহত হন। নিহতরা হলেন- পটিয়া মেহের আঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া, পাথরঘাটা এলাকার বাসিন্দা ফারজানা এবং তার ১০ বছর বয়সী ছেলে আতিকুর রহমান, রংমিস্ত্রি নুরুল ইসলাম, রিকশাচালক আবদুস শুক্কুর ও মাহমুদুল হক এবং ভ্যানচালক মোহাম্মদ সেলিম।


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়