ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চার ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় মুদি বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে মদমোহন আখড়া বাড়ি সংলগ্ন মুদি বাজারে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।

এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানিকে জরিমানা করেন।

সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস রাইজিংবিডিকে জানান, বেশি দামে পেয়াজ বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখায় তামিম স্টোরকে একলাখ টাকা, ভেজাল কসমেটিক্স বিক্রির দায়ে মোস্তফা স্টোরকে পঞ্চাশ হাজার টাকা, নকল মাল রাখার দায়ে রাধা স্টোরকে বিশ হাজার টাকা ও ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স পণ‌্য রাখার দায়ে সেবক স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয় ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান রাইজিংবিডিকে জানান, ভেজাল মাল বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ‌্যের দাম নিয়ন্ত্রণে ভবিষ্যতে এ অভিযান অব্যহত থাকবে।

 

কলাপাড়া/ইমরান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়