ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই বেকারিকে ৬০ হাজার টাকা দণ্ড

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই বেকারিকে ৬০ হাজার টাকা দণ্ড

ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ‌্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঢুলিভিটা এলাকার দুইটি বেকারিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড দেয়া হয়।

এ সময় ঢুলিভিটা এলাকার তিতাস বেকারির মালিক বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা ও একই এলাকার বন্ধু ফুড প্রোডাক্টস বেকারির মালিক এরশদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া জরিমানা অনাদায়ে দুই কারখানা থেকে ৩ জনকে আটক করা হয়।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তরা হালদার বলেন, ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা ও ৩৭ ধারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ‌্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।  এ সময় জরিমানা অনাদায়ে ৩ জনকে আটক করা হলেও অর্থ পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।


সাভার/সাব্বির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়