ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাতালের বয়লার ড্রাম বিস্ফোরণে আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাতালের বয়লার ড্রাম বিস্ফোরণে আহত ৪

জয়পুরহাটের কালাই উপজেলায় একটি চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার ড্রাম বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কালাই পৌর শহরের পাঁচশিরা-মাত্রাই সড়কের দুরঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত শ্রকিমরা হলেন, কালাই উপজেলার সিতাহার গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ (৪৫), তার স্ত্রী ছালমা খাতুন (৩৮), ওসনা বেগম (৩৬) ও তার তিন বছর বয়সী ছেলে সাগর হোসেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, দুরঞ্জ এলাকায় শামিম হোসেনের চাতালে ওই শ্রমিকরা দীর্ঘদিন ধরে ধান সিদ্ধ ও শুকানোর কাজ করছিলেন। মঙ্গলবার সকালে তারা সবাই মিলে ড্রামে করে ধান সিদ্ধ করছিলেন। ধান সিদ্ধ করার সময় ড্রামের ভেতরে অতিরিক্ত গ্যাস জমার হওয়ায় তা বিস্ফোরিত হয়। ড্রামের গরম পানিতে শ্রমিকদের শরীর ঝলসে যায়।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিক আহমেদ জেবাল বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। তাই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

জয়পুরহাট/মো. শামীম কাদির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়