ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুড়িগ্রামে এক বছরে ৩৯ হত্যাকাণ্ড

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে এক বছরে ৩৯ হত্যাকাণ্ড

কুড়িগ্রামে জেলায় গত এক বছরে মোট ৩৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কুড়িগ্রামে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মঙ্গলবার পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) ।

সম্মেলনে তিনি গত একমাসে জেলার বিভিন্ন স্থানে হত্যা মামলাসহ সংঘটিত অপরাধের বিষয়গুলো উপস্থাপন করেন। এসময় তিনি গত এক বছরে জেলায় মোট ৩৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান।

এছাড়া রৌমারী থানার চাঞ্চল্যকর শিক্ষার্থী মমতাজ খাতুন ধর্ষণ ও হত্যা মামলার এবং উলিপুর থানায় জয়নাল আবেদীন হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জেলায় নারী নির্যাতনের হার বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে হত্যাসহ সকল অপরাধ কমিয়ে আনতে পুলিশের ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসানসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


কুড়িগ্রাম/ বাদশাহ্ সৈকত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়