ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবৈধভাবে ভারত থেকে দেশে এসে ৫৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধভাবে ভারত থেকে দেশে এসে ৫৪ জন আটক

অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পর যশোরে পৃথক অভিযানে পাচারকারীসহ ৫৪ জনকে আটক করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা। এর মধ্যে ২৪ জন পুরুষ, ১৬ জন নারী ও ১৪টি শিশু।

আজ বুধবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর জেলার বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আসে। 

২১ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান. গোপন সংবাদে তারা জানতে পারেন, পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে।

এদিকে, অপর অভিযানে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক পাচারকারীসহ ২৯ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

যশোর/সাকিরুল কবীর রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়