ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেশি দামে লবণ বিক্রি, ১৪ ব্যবসায়ীর জরিমানা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেশি দামে লবণ বিক্রি, ১৪ ব্যবসায়ীর জরিমানা

নরসিংদীর রায়পুরা উপজেলায় লবণ সংকটের গুজব ছড়ানোর সঙ্গে জড়িত থাকা ও অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অপরাধে ১৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলায় বিভিন্ন হাট-বাজারে লবণের মূল্য বৃদ্ধির গুজব ছাড়ানোর কথা শুনে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে উল্লেখিত দোকানিদের প্রত্যেককে ২০০০ টাকা করে নগদ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

তিনি বলেন, ভোক্তা অধিকার আইনে গুজব ছড়ানো ও অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অপরাধে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়