ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীর ৪ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীর ৪ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

রাজশাহীর বাঘা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়্যারমানরা শপথগ্রহণ করেছেন।

বুধবার বিকেলে জেলা প্রশাসক হামিদুল হক তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেয়া চেয়্যারম্যানরা হলেন, উপজেলার ১ নম্বর বাজুবাঘা ইউনিয়নের ফিরোজ আহমেদ, ২ নম্বর গড়গড়ি ইউনিয়নের রবিউল ইসলাম, ৩ নম্বর পাকুরিয়া ইউনিয়নের মেরাজুল ইসলাম মেরাজ এবং ৪ নম্বর মণিগ্রাম ইউনিয়নের সাইফুল ইসলাম।

শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে নিচের ধাপ ইউনিয়ন পরিষদ। কিন্তু সবচেয়ে বেশি তৃণমূল পর্যায়ে কাজ করা সম্ভব ইউনিয়ন পরিষদ থেকেই। তাই নবনির্বাচিত চেয়্যারম্যানরা এখন থেকে আইন ও নীতিমালা মেনে চলে তৃণমূল মানুষের জন্য কাজ করবেন।

জেলা প্রশাসকের সঙ্গে একমত প্রকাশ করেন নবনির্বাচিত চেয়্যারম্যানরা। শপথগ্রহণ শেষে তারা নিজের এলাকার উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর পাশাপাশি ইউনিয়ন পরিষদের সমস্ত সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনগণ যেন ইউনিয়ন পরিষদের সব নাগরিক সুযোগ-সুবিধা পান সেই প্রতিশ্রুতিও দেন তারা।

গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই চার চেয়ারম্যান জয়লাভ করেন।


রাজশাহী/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়