ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে বাস-ট্রাক বন্ধে ভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে বাস-ট্রাক বন্ধে ভোগান্তি চরমে

নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে হবিগঞ্জে বাস ও ট্রাকসহ প্রায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

নতুন সড়ক আইন বাতিল না করা পর্যন্ত তারা বাস-ট্রাক চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন।   

বুধবার সকাল থেকে কিছু বাস ও ট্রাক বন্ধ রাখে শ্রমিকরা। তবে বেশ কিছু বাস, ট্রাক ও ছোট গাড়ী চলাচল করে। বিকেল থেকে প্রায় পুরোদমে বাস ও ট্রাক চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। রাতে তেমন কোন যান চলাচল করতে দেখা যায়নি। রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে তেমন কোন যান চলাচল দেখা যায় নি।

যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ রাখা ঠিক হয়নি। তারা আগে ঘোষণা দিলে মানুষ জানতে পারতো। টার্মিনালে না এসে ভিন্ন পন্থা খোঁজ করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক জানান, এ কঠোর আইন নিয়ে তারা গাড়ি চালাবেন না। প্রয়োজন গাড়ী চালানো ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাবেন।

পরিবহন শ্রমিকরা জানান, সাজার বোঝা মাথায় নিয়ে তারা গাড়ি চালাবেন না। আইনে তাদের সাজা কমাতে হবে। সহজ শর্তে পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। অন্যথায় তারা গাড়ি চালাবেন না।

জেলা বাস, মিনিবাস, কোচ, ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান, এ জেলায় শ্রমিক সংগঠন কোনো ধর্মঘট ডাকেনি। কিন্তু বিভিন্ন স্থানে ধর্মঘট হওয়ায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছেন।

হবিগঞ্জ/মামুন/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়