ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক স্কুলছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম রাকিব হোসেন।

রাকিব উপজেলার উত্তর চরবংশী গ্রামের বেপারী বাড়ির আক্তার হোসেনের ছেলে ও স্থানীয় মডেল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বরে আক্রান্ত হলে রাকিবকে রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে সদর মডেল হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন চিকিৎসধীন থাকার পর রাকিব মারা যায়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকির হোসেন বলেন, জ্বরে আক্রান্ত রাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তখন তাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

 

লক্ষ্মীপুর/ফরহাদ হোসেন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়