ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সশস্ত্র বাহিনী দিবসে যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সশস্ত্র বাহিনী দিবসে যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ

সশস্ত্র বাহিনী দিবস (২১ নভেম্বর) উপলক্ষে চট্টগ্রামের ঈসা খাঁ নৌঘাঁটিতে জনসাধারণকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ পরিদর্শনের সুযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই যুদ্ধজাহাজ সবার জন‌্য উন্মুক্ত করা হয়।

এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা জাহাজের বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সম্পর্কে জনসাধারণকে সম্যক ধারণা দেন। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান থেকে আসা বিপুল দর্শনার্থী যুদ্ধজাহাজ পরিদর্শন করেন।

পরে যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এর ক্যাপ্টেন জহিরুল হক সাংবাদিকদের জানান, প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এতে নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক তৈরি হয়। সাধারণ মানুষও সশস্ত্র বাহিনীর কার্যক্রম, যুদ্ধ সরঞ্জাম ইত্যাদি বিষয়ে জানতে পারে।

এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঈসা খাঁ নৌঘাঁটিতে এ দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

 

চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়