ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বামহাতির ছড়ায় এই ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল ইসলাম (৭৫) উপজেলার বড় ছনখোলা এলাকার বাসিন্দা মৃত পেঠান মিয়ার ছেলে।

সকালে নুরুল ইসলাম বাড়ির পাশের বামহাতির ছড়ায় লাকড়ি সংগ্রহ করতে যান। সেখানে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যান নুরুল ইসলাম। বিকেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে স্বজনেরা।

এ বিষয়ে নিহত নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে হাতি বিচরণের চিহ্ন রয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে হাতির আঘাতের চিহ্ন দেখা গেছে।

এই ব্যাপারে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর চৌধুরী বলেন, ঘটনাটি মর্মান্তিক। নিহতের পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।\

 

বান্দরবান/এস বাসু দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়