ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৌলভীবাজারে টিসিবির ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌলভীবাজারে টিসিবির ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি

মৌলভীবাজার শহরে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুর থেকে টিসিবির দুটি ট্রাকে শহরে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

খুচরা বাজারে ১৪০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হলেও টিসিবির প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে ক্রয় করতে পেরে আনন্দিত ক্রেতারা। এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। পেঁয়াজ কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড় করছে তারা।

টিসিবি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকে দুটি ট্রাকে ২০০০ কেজি পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। একজন ক্রেতা এক কেজি পেঁয়াজ ক্রয় করতে পারবেন। সরবরাহ যত দিন থাকবে শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন পেঁয়াজ বিক্রি করা হবে।

শহরের শহীদ মিনার সংলগ্ন এবং কোর্ট এলাকায় দুটি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হয়।

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়