ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আদর পেতে চাইলে বিশৃঙ্খলা নয়’

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আদর পেতে চাইলে বিশৃঙ্খলা নয়’

‘যদি আদর পেতে চাও, তাহলে বিশৃঙ্খলা করা যাবে না’ বলে নেতাকর্মীদের উদ্দেশ‌্যে মন্তব‌্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সোমবার মৌলভীবাজার সদর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এখন পুলিশ বাড়িতে গিয়ে কি এরেস্ট করে? আমাদের নেতাকর্মীরা কি গুলি খেয়ে মারা যায়? কারণ শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী। তাই সাবাই সুখে আছো। পুলিশ এখন তোমাদের পাহারা দেয়। কিন্তু এই পুলিশ বাহিনীর হাতে যে কত পিটুনি খাইছি, কতবার যে গ্রেপ্তার হইছি, এটা কি তোমরা জানো? আজকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় আছি বলে পুলিশ বাহিনী আমাদের সহযোগিতা করে, তারা তোমাদের আদর করে। ’

এদিকে সম্মেলন চলাকালীন সময়ে প্রথম অধিবেশনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পৌর মেয়র মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন বলয়ের দুটি গ্রুপের মধ্যে চেয়ার ছোঁড়া-ছুড়ি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এসময় এক গ্রুপের নেতাকর্মীরা অন্য গ্রুপের নেতাকর্মীদের দিকে চেয়ার ছুড়ে মারে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সম্মেলন স্থলের জানালার কাচ ভাঙ্গার ঘটনা ঘটে।

পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মারামারি করে নেতা হওয়া যায় না। প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের কবলে তোমরা পড়ো না। নজর পড়লে তোমাদেরও কপাল পুড়ে যাবে।’

উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেখো না কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির কপাল পুড়েছে। কাজেই শুদ্ধি অভিযানের কবলে তোমরা পড়ো না, তোমরা টার্গেট হয়ো না। আমরা দলীয়ভাবে যেমন শুদ্ধি অভিযান শুরু করেছি। রাষ্ট্রিয়ভাবেও তা শুরু হয়েছে। তাই পার্টির নেতৃত্বে সন্ত্রাসী, মাদকসেবী, কোনো দুর্নীতিবাজ ও খুনি এই কমিটিতে আসতে পারবে না। এটা পরিস্কার কথা। এখানে রাগ করবেন, গোসা করবেন আমাদের কিছু যায় আসে না। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ‌্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান, কামাল হোসেন প্রমুখ।


মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়