ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাঁজা সেবনের দায়ে ৬ জনের সাজা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাঁজা সেবনের দায়ে ৬ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের এই সাজা দেওয়া হয়।  

সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার উত্তর মৌড়াইল এলাকার লাল মিয়া চৌধুরী ছেলে মো. দিলু চৌধুরী (৬৫),  পূর্ব পাইকপাড়া এলাকার প্রমথ পালের ছেলে দুদীপ চন্দ্র পাল (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার আছমত আলী (৬৭) পিতা- রমজান আলী, মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দিঘিরপাড় এলাকার দীন ইসলামের মেয়ে দিলারা বেগম (৩২), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ফুলবাড়ীয়া এলাকার আ. জলিলের ছেলে সোহাগ মিয়া (২৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোর্ট এলাকার ফজল করিমের ছেলে সাগর মিয়া (৩৫)।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে র‍‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পৌর এলাকার মৌড়াইল বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন অবস্থায় তাদের আটক করা হয়।

পরে জেলার আশুগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।


ব্রাহ্মণবাড়িয়া/রুবেল/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়