ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মা থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী সীমান্তের পদ্মা নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার বিকালে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তারা হলেন- মাটিকাটা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আবদুর রহিম (৫৬) এবং মৃত মোশাররফ আলীর ছেলে ওমর আলী (৩২)।

মাটিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরাদপুর এলাকায় খুব কাছেই ভারতীয় সীমান্ত। ওই জেলে দুইজন নৌকায় করে এই সীমান্তে মাছ ধরছিলেন। তখন বিএসএফ সদস্যরা এসে তাদের ধরে নিয়ে যান।

নয়ন জানান, অন্য জেলেরা নদী থেকে এসে বিষয়টি তাদের জানিয়েছেন। পরে তারা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানান।

বিজিবি রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, বিষয়টি আমরা জানি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক আরো বলেন, খুব স্বল্প সময়ের মধ্যেই বিএসএফের সঙ্গে আমাদের যোগাযোগ হবে। আশা করছি, তারা পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের জেলেদের ফেরত দেবে।

 

রাজশাহী/তানজিমুল হক/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়