ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সড়কের বেহাল দশায় ৩৫ হাজার লোকের ভোগান্তি

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৫, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়কের বেহাল দশায় ৩৫ হাজার লোকের ভোগান্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-হাটাব ঢুলুরদিয়া এলাকার এক কিলোমিটার সড়ক ভাঙ্গার কারণে ১০ গ্রামের ৩৫ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ভাঙ্গা সড়ক দিয়ে কষ্টে প্রতিদিন চলাচল করতে হয় সাত স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থীর। সড়ক ভেঙ্গে বেহাল দশার কারণে সড়কে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার আমলাবো, কালী, হাটাব, আতলাশপুর, টেকপাড়া, ত্রিশকাহনিয়া, দক্ষিণ বাড়ৈ, মাসুমাবাদ, পিঠাকুড়ি, ঢুলুরদিয়াসহ ১০ গ্রামের ৩৫ হাজার লোক এ সড়ক দিয়ে চলাচল করে। বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোন প্রকার সুরাহা পাচ্ছেন না তারা।

আরো জানা যায় , দুর্ভোগের শিকার হচ্ছে মিঠাব আর্দশ উচ্চ বিদ্যালয়, আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাত স্কুলের দুই হাজার শিক্ষার্থী।

এ ব্যাপারে হাটাব এলাকার হাজী মো. খোকন, বাড়ৈ পাড় এলাকার মকবুল হোসেন, ঢুলুরদিয়া এলাকার নূরুল ইসলাম, টেকপাড়া এলাকার মুকুল হোসেন রাইজিংবিডিকে জানান, এ সড়ক দিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। কোন রিকশা, সিএনজি চালিত অটোরিকশা এ সড়কে আসতে চায় না। জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন সুফল পাচ্ছেন না তারা। এমনকি প্রতিবাদ করেও কোন প্রকার সুরাহা পাচ্ছেন না। তাদের দাবি সরকার যেন এ সড়কটি দ্রুত মেরামত করার ব্যবস্থা করেন।

এ বিষয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক জানান, এ সড়ক মেরামতের দায়িত্ব এলজিআরডির। এ সড়ক পৌরসভার আওতায় পড়েনি। তবে এ সড়কটি দ্রুত সংস্কার করতে অনুরোধ করবেন বলে জানান তিনি।

উপজেলা প্রকৌশলী এনায়েত উল্লাহ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম রাইজিংবিডিকে জানান, এ সড়ক আগামী সাতদিনের মধ্যে পরিদর্শন করে যত দ্রুত মেরামত করা যায় তার ব্যবস্থাগ্রহণ করবো।

 

নারায়ণগঞ্জ/হাসান উল রাকিব/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়