ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কলকাতা থেকে সাইকেল চালিয়ে মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলকাতা থেকে সাইকেল চালিয়ে মৌলভীবাজার

‘লাগে না জল, লাগে না তেল, চালাও সাইকেল’ শ্লোগানকে সামনে রেখে ভারতের কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন দুই তরুণ। বৃহস্পতিবার রাতে তারা মৌলভীবাজার এসে পৌঁছান।

এরা হচ্ছেন কলকাতার বাসিন্দা শরৎ চন্দ্র নস্কর ও সুব্রত দাশ।

দুই তরুণ জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বার্তা নিয়ে পরিবেশবান্ধব সাইকেল নিয়ে তাদের এই ভ্রমণ। সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত বাইসাইকেল চালিয়ে পরে কলকাতাতে ফিরে যাবেন তারা।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন রাজীব দে অনিক জানান, ভারত ভ্রমণকালে এই দুই সাইক্লিস্ট তাকে অনেক সহায়তা করেছেন। তারা দুজনই বন্ধুসুলভ মানুষ।

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়