RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

বালুর নিচে শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বালুর নিচে শিশুর লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিদাই এলাকায় বালুচাপা অবস্থায় জাহিদ হাসান (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

জাহিদ হাসান (১০) বিদাই গ্রামে আক্তার হোসেনের ছেলে এবং তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় মেম্বার কলিম উদ্দিন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জাহিদ খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। শুক্রবার সকালে শিশুটির বাবা ও নানী আবার খুঁজতে বের হয়ে বাড়ির অদূরে একটি মাঠে স্তুপ করা বালুর ভেতর তার লাশ দেখতে পান। শিশুর মুখমন্ডল ছাড়া পুরো শরীর বালুর নিচে চাপা ছিল।

শ্রীপুর থানার এসআই নয়ন ভূঁইয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।গাজীপুর/হাসমত আলী/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়