ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

বরগুনায় বেতাগী উপজেলায় ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেলিমের বিরুদ্ধে বেতাগী উপজেলার এক নারী থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে বেতাগী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আইনজীবী সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই গৃহবধূকে আইনজীবী সেলিম ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের সামনে দিয়ে অভিযুক্ত আইনজীবী পালিয়ে যান। ওই দিন রাতেই ভুক্তভোগী নারী বেতাগী থানায় সেলিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ওই মামলায় বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদের নেতৃত্বে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম জানান, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী সেলিম হোসেন বরগুনা বারের সদস্য; অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, এক গৃহবধূ বৃহস্পতিবার রাতে থানায় এসে আইনজীবী সেলিম হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বরগুনা/রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়