RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১১ ১৪২৭ ||  ১০ জমাদিউস সানি ১৪৪২

কুমিল্লায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কুমিল্লার বরুড়া উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগ হয়েছে।

উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপের ডাকা সম্মেলন ঘিরে সংঘর্ষ ঘটে। ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এর ফলে সেখানে জমায়েত হওয়া যাবে না।

শনিবার দুপুরে বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

এদিকে, উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম সমর্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগ একই দিন একই স্থানে ত্রি-বার্ষিক সম্মেলন করার ঘোষণা দেন।

সকালে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনস্থলে এসে হ্যান্ড মাইকে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করেন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ও এএনএম মইনুল ইসলামের সমর্থকদের মাঠ ত্যাগ করার নির্দেশ দেন।

এর আগে সকাল থেকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ ঘটে। এ সময় বরুড়া থানার পুলিশের এএসআই দোলনসহ নজরুল গ্রুপের ছাত্রলীগের দুই নেতা বাইজিদ ও রকি গুরুতর আহত হন।

নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি বলেন, ‘‘আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমরা সম্মেলন আহ্বান করি। এখানে আওয়ামী লীগের অন্য কেউ সম্মেলনের ডাক দিয়েছে কিনা জানি না।’’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, ‘‘এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল আমাদের না জানিয়ে সম্মেলন করতে চেয়েছিলেন। তাছাড়া জেলা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে আছেন, তাকে না জানিয়ে তড়িঘড়ি সম্মেলন করার প্রস্তুতি নিয়েছিলেন। তাই আমরাও কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছিলাম।’’

কুমিল্লা জেলা দক্ষিণের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, একই স্থানে দুই পক্ষ সম্মেলন ডাকায় সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।


কুমিল্লা/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়