ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আমার অফিস হয়রানিমুক্ত রাখব’

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার অফিস হয়রানিমুক্ত রাখব’

ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, ‘আমার অফিস আমি সুন্দর রাখব, হয়রানিমুক্ত রাখব। আমার অফিসে যে আসে, সে বার বার আসবে না। সে একবারেই সেবা নিয়ে যাবে।’

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফেনীর ডিসি বলেন, যাদের টাকা আছে তাদের জন্য আইন এক রকম, যাদের টাকা নাই তাদের জন্য আইন আরেক রকম কেন হবে? এতে বৈষম্য প্রকট হয়ে যায়। যারা ধনী তারা ঘুষ দিয়ে সাত খুন মাফ পায়, যাদের টাকা নাই তাদের নাভিশ্বাস ওঠে।

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- এডিসি জেনারেল সুমনী আক্তার, এডিএম মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন মো. নিয়াতুজজমান, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (সওজ) সৈয়দ হালিমুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, অধ‌্যাপক আজিজুর রহমান, বিআরটিএর কর্মকর্তা ফারকন চৌধুরী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া প্রমুখ।


ফেনী/সৌরভ পাটোয়ারী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়