ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাট আওয়ামী লীগের নেতৃত্বে মোজাম্মেল-কামরুজ্জামান

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাট আওয়ামী লীগের নেতৃত্বে মোজাম্মেল-কামরুজ্জামান

বাগেরহাট জেলা আওয়ামী লীগের কাউন্সিলে মোজাম্মেল হোসেন সভাপতি ও শেখ কামরুজ্জামান টুকু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে সোমবার অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সমঝোতার ভিত্তিতে এই কমিটি ঘোষণা দেয়া হয়।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য এই কমিটি ঘোষণা করেন। এছাড়া কমিটিতে খান হাবিবুর রহমানকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনকে জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য এবং সদর আসনের তরুণ সংসদ সদস্য শেখ সরাহান নাসের তন্ময়কে দলের ২ নম্বর সদস্য পদে রাখার ঘোষণা দেন তিনি।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত এই ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মির্জা আজম, এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ।

সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহন করেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘একটা মাত্র অনুরোধ দয়া করে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত আপনারা আওয়ামী লীগে প্রশ্রয় দিবেন না। আপনারা যদি সুসংগঠিত হন, বহিরাগতদের কোন প্রয়োজন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত থাকলে বিএনপি কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।’

 

বাগেরহাট/ আলী আকবর টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়