ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ হাজার কেজি জাটকাসহ মাছ ব্যবসায়ী গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৬, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ হাজার কেজি জাটকাসহ মাছ ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় তিন হাজার কেজি জাটকাসহ মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় জাটকা পরিবহনের দায়ে তনু এন্টারপ্রাইজ (যশোর ট-১১-৪৮২৮) নামের এক ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার শেষ বিকেলে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের এক তেলের পাম্পের সামনে থেকে এসব মাছ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত কালাম উপজেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের মৃত লেহাজ ঘরামীর ছেলে।

পুলিশ জানায়, কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা মুনিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ পৌর শহরের তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ জাটকা ইলিশ জব্দ করে।

এসময় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ট্রাকের লোকজন পালিয়ে গেলেও মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম নামের একজনকে গ্রেপ্তার ও তিন হাজার কেজি জাটকাসহ এক ট্রাক জব্দ করা হয়।



কলাপাড়া/ইমরান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়