ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কারাদণ্ড সত্ত্বেও চাকরিতে বহাল

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাদণ্ড সত্ত্বেও চাকরিতে বহাল

এক বছরের কারাদণ্ড ও দুই লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হয়ে ইসলামী বিশ্ববদ্যালয় (ইবি) এর এক কর্মকর্তা কারাগারে থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দণ্ডিত কর্মকর্তার নাম আব্দুল হালিম। তিনি বিশ্বিবদ্যালয়ের কলা অনুষদের ডিন অফিসের শাখা কর্মকর্তা।

জানা যায়, চেক জালিয়াতির মামলায় গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শৈলকুপা থানাধীন আমতলা পুলিশ। ৫ ডিসেম্বর ঝিনাইদহ আমলী আদালতের ম্যাজিস্ট্রেট এনআই এক্ট এর ১৩৮ ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেন। পরে একই দিনে তাকে ঝিনাইদহ কারাগারে চালান করা হয়।

এদিকে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভিসি স্যার বাইরে আছেন, তিনি আসলেই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)/মুনজুরুল ইসলাম নাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়