RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১১ ১৪২৭ ||  ১০ জমাদিউস সানি ১৪৪২

হত্যার পর লাশ শিম গাছের মাচার নিচে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যার পর লাশ শিম গাছের মাচার নিচে

গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব খিলপাড়া এলাকায় এক পোশাক শ্রমিকে হত্যার পর লাশ শিমগাছের মাচার নিচে ফেলে গেছে দুর্বৃত্তরা।  শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

আসমা খাতুন (২৮) পাশের ভাওয়াল গাজীপুর গ্রামের কছিমুদ্দিনের মেয়ে।

আসমার ভাই নজরুল ইসলাম জানান, তার বোন সিটি কর্পোরেশনের সালনা জোলারপাড় এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানার কাজ শেষে প্রতিদিন খিলগাঁও মাদ্রাসা এলাকায় এসে অপেক্ষা করতেন এবং মা'র সঙ্গে বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার কাজ শেষে খিলগাঁও মাদ্রাসা এলাকায় এসে মাকে সে ফোন দেয়। কিন্তু মা সেখানে গিয়ে তাকে পাননি। এদিকে, আসমা বাড়িতেও না ফিরলে সবাই তাকে খোজাখুঁজি শুরু করেন।

শুক্রবার সকালে খিলপাড়া এলাকায় রাস্তার পাশে শিমগাছের মাচার নিচে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে স্বজনরা আসমার লাশ শনাক্ত করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহতের গলায় রশি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।গাজীপুর/হাসমত/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়