ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে স্ক্রাপের বদলে এলো খালি কন্টেইনার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম বন্দরে স্ক্রাপের বদলে এলো খালি কন্টেইনার

চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার ৭৬০ কেজি স্ক্র্র্যাপ ঘোষিত একটি কন্টেইনার পুরোপুরি খালি হিসেবে জব্দ করেছে বন্দরের কাস্টমস ইনভেস্টিগেশন টিম। চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের নামে এই কন্টেইনারটি এসেছে ইংল্যান্ডের সাউদাম্পটন পোর্ট থেকে।

রোববার কায়িক পরীক্ষার মাধ্যমে অনুসন্ধান করে খালি কন্টেইনারটি আটক করা হয়।

চট্টগ্রাম বন্দর কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ)  নুর উদ্দিন মিলন জানান, ‘জাকার্তা ব্রিজ’ নামের জাহাজে আমদানিকারক আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের একটি কন্টেইনার ভর্তি স্ক্রাপ আমদানির ঘোষণা দেয়া হয়। কন্টেইনারটি গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর খালাসের প্রক্রিয়া করছিল আমদানিকারক প্রতিষ্ঠান।

বন্দরের কাস্টমস হাউসের নিজস্ব গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে জানতে পারে স্ক্রাপ আমাদিন ঘোষিত কন্টেইনারটি সম্পুর্ণ খালি হিসেবে বন্দরে এসেছে। এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস-এর গোয়েন্দা শাখা রোববার ২০ ফুট দীর্ঘ এই কন্টেইনারটি কায়িক পরীক্ষা করে এটি পরিপূর্ণ খালি হিসেবে দেখতে পায়।

কাস্টমস গোয়েন্দারা ধারণা করছেন, খালি কন্টেইনার আমদানির মাধ্যমে মানিলন্ডারিং-এর ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ায় প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়