ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মহেশপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহেশপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জুলুলী সীমান্তের মগদাসপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ-৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর কামরুল আহসান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র বিশেষ টহল টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় ব্যাটেলিয়ান সদরের বিশেষ টহল টিম উপজেলার জুলুলীর সীমান্তে মগদাসপুর মাঠ থেকে চার অনুপ্রবেশকারীকে আটক করে।

এদের মধ্যে এক জন পুরুষ এবং তিন জন নারী রয়েছেন। নারীদের মধ্যে এক জন ভারতীয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনের মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

এনিয়ে ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি ঘোষণার পর গত নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের বর্তমান সময় পর্যন্ত ৩২৪ জনকে আটক করছে বিজিবি।

 

ঝিনাইদহ/রাজিব হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়