ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজয় দিবসে লক্ষ্মীপুরে সাইকেল শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবসে লক্ষ্মীপুরে সাইকেল শোভাযাত্রা

মহান বিজয় দিবসকে প্রতিপাদ্য করে লক্ষ্মীপুরে সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকার লিল্লাহ মসজিদের সামনে থেকে যাত্রা শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

লক্ষ্মীপুর সাইক্লিং কমিউনিটির আয়োজনে সিপাত, লাব্বি, নাফিজ, রহিম, অয়ন, তানজিদ, মাহিসহ অর্ধশতাধিক তরুণ শোভাযাত্রায় অংশ নেন। সাইকলে চালকদের প্রত্যেকের সাইকেলে একটি করে জাতীয় পতাকা ছিল। মাথায় হেলমেট পরিধান করে তারা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রার উদ্যোক্তা সিপাত ও লাব্বি হোসাইন বলেন, ‘মহান বিজয় দিবসটি সকল শ্রেণি পেশার মানুষ ফুল আর দোয়া-মোনাজাতের মাধ্যমে পালন করেন। কিন্তু দিবসটি সাইকেল শোভাযাত্রার মাধ্যমে একটু ভিন্নভাবে পালন করেছি আমরা। তাছাড়া সাইকেল চালালে দেহ ও মন ভালো থাকে। ’

তানজিদ নামের এক তরুণ বলেন, ‘সাইক্লিংয়ের মাধ্যমে দীর্ঘদিন থেকে তরুণদের একত্রিত করে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করেছি আমরা। তরুণদের মাদকমুক্ত রাখতে ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে বিভিন্ন ক্যাম্পেইন করেছে আমাদের সংগঠন। ’


লক্ষ্মীপুর/ফরহাদ হোসেন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়