ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পূর্ণাঙ্গ ক্যাম্পাস চান শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজের শিক্ষার্থীরা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূর্ণাঙ্গ ক্যাম্পাস চান শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজের শিক্ষার্থীরা

জামালপুরে শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজের পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার জামালপুর জেনারেল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে অধ্যাক্ষের কার্যালয়ের সামনে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন শিক্ষার্থীরা।

দাবি বাস্তবাস্তবায়নে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিক‌্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. রায়হান উদ্দিন, মাহমুদ হাসান, জেসমিন সুলতানা, চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহুরা খাতুন, আহসানুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৪ সাল থেকে জামালপুরের শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজের যাত্রা শুরু হয়েছে। নির্মাণাধীন কাজ ধীর গতিতে চলায় পাঁচ বছরেও পূর্ণাঙ্গ ক্যাম্পাসে মেডিক‌্যালের কার্যক্রম শুরু হয়নি। জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ভবনে অস্থায়ীভাবে কলেজের কার্যক্রম চলছে। ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়াসহ নানা সমস্যার মুখে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।


জামালপুর/সেলিম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়