ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পাঁচটি লক্ষ্মীপেঁচা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে পাঁচটি লক্ষ্মীপেঁচা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের একটি হাসপাতাল ভবনের ছাদ থেকে বিরল প্রজাতির পাঁচটি সাদা লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার রহিমানপুর মায়মুনা মাতা-শিশু হাসপাতালের ছাদ থেকে পাখিগুলোকে উদ্ধার করেন হাসপাতালটির বিপণন কর্মকর্তা শহিদুর রহমান। পরে তিনি বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের কর্মকর্তাদের কাছে পাখিগুলো হস্তান্তর করেন।

ঠাকুরগাঁওয়ের বন কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, উদ্ধারকৃত পেঁচাগুলোর বয়স দুই থেকে আড়াই মাস। প্রত্যেক বছরই বাবা পাখি ও মা পাখিরা এসে বাচ্চা জন্ম দিয়ে কয়েক দিন পরেই পাড়ি জমায় অজানার উদ্দেশে। পরে আর দেখা মেলে না তাদের।

পাখিপ্রেমী রেজাউল হাফিজ রাহি জানান, এ প্রজাতির পাখিগুলো লোকালয়ে বড় গাছে বাস করতে পছন্দ করে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকা ও বনভূমিতে এদেরকে দেখা যায়।


ঠাকুরগাঁও/তানভীর হাসান তানু/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়