ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এ কেমন শত্রুতা!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ কেমন শত্রুতা!

শিবগঞ্জ উপজেলার উজিরপুরে নয়শ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ‌্যে ছিল চারশ কাদি।

সোমবার সন্ধ্যায় এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার রাতে উজিরপুর আদর্শ কলেজ সংলগ্ন মিজানুরের কলাবাগানের এই সর্বনাশ করা হয়।

অভিযোগে জানা গেছে- উজিরপুর আদর্শ কলেজের পেছনে তিন বিঘা জমি লিজ নিয়ে কলা চাষ করেন মিজানুর ও লিটিল আলী। তাদের ধারণা পূর্ব শত্রুতার কারণে কলাবাগানের নয়শ’ কলাগাছ (৪শ’ কাদিসহ) কাটা হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে বিহিত চেয়ে ক্ষতিগ্রস্থরা স্থানীয় প্রশাসনের নিকট সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



মিমপা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়