ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নদী থেকে নৌচালকের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদী থেকে নৌচালকের লাশ উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাদার নদী থেকে নবাব আলী গাজী (৬৫) নামের এক নৌযান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নবাব আলী শ্যামনগর উপজেলার পুর্ব কৈখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে।  তিনি বন বিভাগের কৈখালী স্টেশন অফিসের নৌযান চালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ রাইজিংবিডিকে জানান, সোমবার রাত ১১টার দিকে ইউনিয়নের ভেটখালী এলাকার কোস্টগার্ড অফিসের পল্টুনে বেঁধে থাকা নবাব আলীর লাশ পুলিশ উদ্ধার করে। এসময় তার পড়নে বনরক্ষীর পোশাক ছিল।

নিহতের ছেলে কাছিকাটা টহলফাড়ির নৌযান চালক মো. রফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, তার পিতা দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে নৌযান চালকের কাজ করছিলেন। রাত ১০টার দিকে তার মুটোফোনে কল দিয়ে কেউ তাকে ডেকে নিয়ে যায়। পরে পল্টুনে বাঁধা উপুড় হয়ে ডুবে থাকা লাশ পুলিশ উদ্ধার করে।

বন বিভাগের সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের সহকারি বন সংরক্ষক এম এ হাসান রাইজিংবিডিকে জানান, নবাব কৈখালী স্টেশনের পেইড নৌযান চালক। কী কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা রাইজিংবিডিকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ অভিযানে নেমেছে।

 

শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়