ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্যাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় ক্যাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. ছৈয়দ হোসেন টেকনাফ উপজেলার জালিয়াপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোরশেদ রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এক ক্যাভার্ডভ্যান চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির পেছনের চাকা নষ্ট হয়ে যায়। এর পরপরই চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহনকারী এক মাইক্রোবাস ক্যাভার্ডভ্যানকে এসে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মো. ছৈয়দ হোসেন মারা যান।

তারপর ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তারমধ্যে মাইক্রোবাস চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।


রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়