RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

সাবেক সংসদ সদস্য ডালিম আর নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবেক সংসদ সদস্য ডালিম আর নেই

খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রজিউন)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাজী সেকেন্দার আলী বেশকিছু দিন ধরে নানা রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে মরহুমের লাশ খুলনায় আনার পর জানাজার সময় ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কাজী সেকেন্দার আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতারা।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়