ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ছোট -বড় সকল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ মঙ্গলবার রাত ১০টা থেকে এসব ফেরি চলাচল বন্ধ করে দেয়। বুধবার সকালেও কুয়াশা কেটে না যাওয়ায় ফেরি চলাচল চালু করা হয়নি।

এতে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল অবধি দুর্ভোগে পড়েছে অসংখ্য যাত্রী।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে নদীর চ্যানেলের পয়েন্টগুলোতে বিকন বাতি, বয়া সিগনাল দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় পদ্মার মাঝে বিভিন্ন পয়েন্টে-নোঙর করে রাখা হয় আরও ৬টি ফেরি।

তিনি জানান, আজ কুয়াশা কমলেই ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।

তবে এই মুহূর্তে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট-বড় যানবাহনের লাইন পড়েছে। রাতে ঘাটে আসা নাইট কোচসহ অ্যাম্বুলেন্স, ছোট যানবাহন ও পচনশীল মালবাহী ট্রাক রয়েছে পারাপারের অপেক্ষায়।



রতন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়