ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে একটানা সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই নৌরুটে মোট ১৩টি ফেরি স্বাভাবিক চলাচল করছে।

দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে মঙ্গলবার রাত ১০টা থেকে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল আলম রাইজিংবিডিকে জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক-সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। এসময় চালকরা ছয়টি ফেরি মাঝ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে রাখতে বাধ্য হন।

দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এসময় শিমুলিয়া ঘাটে আটকে পরে পারাপার হতে আসা চার শতাধিক ছোট-বড় যানবাহন। এদের মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি। পরে কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ১০টার সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

 

রতন/বুলাকী

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়