RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন দৈনিক মুজুরির ভিত্তিতে কর্মরত ১৭৬ কর্মচারী।

বুধবার বেলা ১১টার দিকে ৩৬তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

তিন দফা দাবি হল- চাকরি স্থায়ীকরণ, বেতন পরিশোধ ও চাকরির নীতিমালা প্রণয়ন করা।

জানা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা মাথায় কাফনের কাপড় বেঁধে সেখানে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় চাকরি স্থায়ীকরণসহ তিনদফা দাবি লেখা প্লাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচি চলাকালে কর্মচারী কাজী রুমা, শহিদুল আলম রাজীব, মো. মোস্তাফিজুর রহমান জানান, চাকরি স্থায়ীকরণ না হওয়ায় বিগত ছয় মাস ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

এ সময় তারা দাবি না মানা পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

 

বাদল/বুলাকী

       

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়