ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৬

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৬

ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় সাবেক এ ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, মামুন হোসেন, পলাশ চন্দ্র, মানুনুর রশীদ ও সাইফুল ইসলাম সোহাগ।

মামলার বরাদ দিয়ে সদর থানার ওসি খলিলুর রহমান জানান, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি করেন ছাত্রলীগ নেতা মিলন।

এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ক্ষিপ্ত হয়ে মিলন ও তার লোকজন গত ৫ জানুয়ারি ঠিকাদার কামাল হোসেনকে মারধর করেন। পরে কামাল হোসেন মিলনসহ ছয়জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় ১১টি দেশীয় রামদা ও চার পাইপ জব্দ করে পুলিশ। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান করে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ঠিকাদারের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে মিলনসহ ছয়জনকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে মিলনের কাছে আরও অস্ত্র রয়েছে বলে পুলিশ ধারণা করছে। সে ব্যপারেও অভিযান চলানো হচ্ছে।

 

অলোক/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়