ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঘন কুয়াশা, গোপালগঞ্জে বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘন কুয়াশা, গোপালগঞ্জে বিপর্যস্ত জনজীবন

গোপালগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। প্রতিদিন ঘন কুয়াশার কারণে শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়ছেন।

শীতের সকালে গ্রামগুলোতে দশ হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। আর শহরেও একই অবস্থা। সূর্য না ওঠা পর্যন্ত মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। জেলা প্রশাসনের উদোগে শীতার্ত মানুষের মাঝে ৪২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে থেকে আধাবেলা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায় না। বিভিন্ন গ্রামে দেখা গেছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন। স্কুল, কলেজের ছেলে মেয়েরা টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কৃষকরা জমিতে নামতে পারেনি।

গোপালগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সদর উপজেলার বনগ্রামের বাসিন্দা লিয়াকত আলী খান রাইজিংবিডিকে বলেন, ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্য‌্য দেখা যায়নি।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম রাইজিংবিডিকে বলেন, কৃষকদের বীজতলা ও চাষযোগ্য জমিতে পানি ভরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমির হোসেন জানান, ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে ৪২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ১২ লাখ টাকার অনুদান শীতার্তদের মাঝে দেয়ার প্রস্তুতি চলছে।

 

গোপালগঞ্জ/বাদল সাহা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়