কোটি টাকা ঋণ রেখে ব্যবসায়ীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

চাঁপাইনবাবগঞ্জ শহরে এনামুল হক (৫০) নামে এক ব্যবসায়ী নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এনামুল হক রড-সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান সাজ্জাদ অ্যান্ড সন্সের মালিক।
সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানিয়েছেন, ব্যাংকে এনামুল হকের প্রায় কোটি টাকা ঋণ রয়েছে। ঋণখেলাপের মামলায় আজ তার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল।
তিনি বলেন, আমাদের ধারণা, ঋণের চাপে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ/মিমপা/রফিক
রাইজিংবিডি.কম