ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকার নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকার নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে প্রতিবাদ

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে বরিশালে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। 

মহানগর ছাত্র ঐক্য পরিষদের শুভ সাহার সভাপতিত্বে প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়ংকর পাল। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। অথচ নির্বাচন কমিশন ওই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। পূজার দিন ভোটগ্রহণ হলে সেই নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুরা অংশগ্রহণ করতে পারবে না। ফলে ওই নির্বাচন হবে নিষ্প্রাণ। তাই নির্বাচন পেছানোর জন‌্য দাবি জানান তারা।


বরিশাল/জে. খান স্বপন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়