ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে আদালতে চার্জশিট

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে আদালতে চার্জশিট

কক্সবাজারে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম তামান্না ফারাহ এর আদালতে পুলিশ এ চার্জশিট প্রদান করে বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

গত বছর ১৬ ফ্রেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করে তালিকাভূক্ত ও চিহ্নিত ১০২ জন ইয়াবা কারবারি। এদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কিছু সংখ্যক অস্ত্র, গুলি ও ইয়াবা।

আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে।

পিপি ফরিদুল আলম জানান, কারাগারে থাকা আত্মসমর্পণকারী ১০২ জনের মধ্যে ১০১ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে। এতে কারা হাজতে থাকাকালীন অপর একজনের মৃত্যু হওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। আদালত চার্জশিট দুটি আমলে নিয়েছে।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়