ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতদের মধ্যে একজন নারী সদস্য রয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান।

রোববার সন্ধ্যায় মো. শাহিন আলম নামের এক ব্যক্তি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় তিনজন ডাকাত মোটরসাইকেল যোগে এসে ওই ব্যক্তির উপর হামলা চালায়। ডাকাতরা তার গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইল সেট, নগদ টাকা এবং ব্যাগ ছিনিয়ে নেন বলে জানান পুলিশ সুপার। 

এসময় ওই ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ এসে ডাকাতদের ধাওয়া করে তিন ডাকাতকে আটক করেন। এ খবর পেয়ে ডাকাতদের উদ্ধার করতে তাদের সহযোগী আরো ৮ ডাকাত মাইক্রোবাসে করে পুলিশের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ওই ৮ ডাকাতকে আটক করে। তাদের সাথে একজন নারী ডাকাত সদস্য ছিলেন।

এসময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র ও টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরো জানান, এবিষয়ে একাধিক মামলার প্রস্তুতি চলছে।


ইমরুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়