ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওসমানী বিমানবন্দরে ২১৫ কার্টন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসমানী বিমানবন্দরে ২১৫ কার্টন সিগারেট জব্দ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় চট্টগ্রামের এক যাত্রীকে আটক করা হয়েছে, যিনি দুবাই থেকে দেশে আসেন।

সোমবার দুপুর ১টার দিকে বিমানের বিজি-৬০১ ফ্লাইটের বিমান অবতরণের পর লাগেজ স্ক্যানিংকালে জামশেদ নামে ওই যাত্রীর লাগেজে সিগারেটের অস্তিত্ব মেলে। পরবর্তীতে তল্লাশি করে সিগারেট জব্দ করা হয়। জব্দ কার্টনে ‘মন্ড’ এবং ‘ইজি’ ব্রান্ডের ৪৩ হাজার শলাকা সিগারেট রয়েছে, এগুলোর দাম প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনাটের সিলেটের কমিশনার ডা. গোলাম মো. মুনীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যাত্রী জামশেদ চট্টগ্রামের রাউজানের চিত্তপাড়ার সুলতনাপুরের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে জামশেদ জানান, তিনি সিলেটের উমরপুরের জনৈক নুরজ্জামানকে সিগারেটগুলো পৌঁছে দেয়ার জন্য নিয়ে এসেছিলেন। এজন্য তিনি সরাসরি ফ্লাইটে না এসে ঢাকা থেকে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সিলেটে আসেন।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমিশনার ডা. মুনীর।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়