ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম ও নেত্রকোনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শম্ভুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় সোমবার বিকেল ৪টার দিকে লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা, জারিয়া এবং চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেন লাইনচ্যুত হয় বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন।

তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে লোকাল ট্রেনটি শম্ভুগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি।

কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়