ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চীনা ভাইরাস ঠেকাতে ওসমানী বিমানবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনা ভাইরাস ঠেকাতে ওসমানী বিমানবন্দরে সতর্কতা

করোনা ভাইরাসের (চীনা ভাইরাস) সংক্রমণ ঠেকাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্প্রতি চীনের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আকাশ পথে যাত্রী গমনাগমনের ফলে অন‌্য দেশেও এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সিলেটের সঙ্গে চীনের সরাসরি ফ্লাইট না থাকলেও বাড়তি সতর্কতার জন‌্য স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেয়া হচ্ছে ওসমানী বিমানবন্দরে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘চীনের সঙ্গে সিলেটের সরাসরি ফ্লাইট নেই। সেখান থেকে কেউ এলে ঢাকা হয়ে আসতে হয়। তবে ভাইরাস এলার্মিংয়ের কারণে স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে পদক্ষেপ নেয়া হচ্ছে।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল বিমানবন্দরে যাত্রীদের দেখভাল করে থাকেন বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম।

তিনি বলেন, ‘সিলেট বিমানবন্দরে সব সময়ই স্বাস্থ্য বিভাগের একটি টিম কাজ করে। তবে চীনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আরো সতর্ক রয়েছি আমরা।’

মঙ্গলবার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা সিরাজাম মুনির বিমানবন্দর পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন তিনি।


সিলেট/নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়