ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্য

জেলার গুরুদাসপুরে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

বৃহস্পতিবার রাতে উপজেলার পার গুরুদাসপুরের একটি কলাবাগানে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ উপজেলার কালাকান্দার গ্রামের রুহুল শেখের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, পুলিশের একটি দল পার গুরুদাসপুর গ্রামে টহল দিচ্ছিল। ওই এলাকার একটি কলাবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। থানায় নিয়ে যাওয়ার পর মৃতদেহের পরিচয় শনাক্ত হয়। গুলি বিনিময়ের সময় পুলিশের সহকারি উপ-পরিদর্শক আবুল কালাম ও রুবেল হোসেন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, হানিফ শেখের বিরুদ্ধে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। 

 

নাটোর/আরিফুল ইসলাম/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়